মৌলভীবাজারে বন্দুক যুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত আহত ৩ পুলিশ

মৌলভীবাজার প্রতিনিধি.
মৌলভীবাজারে গোয়েন্দা সংস্থা  ডিবি পুলিশের সঙ্গে কথিত বন্দুক যুদ্ধে মুহিবুর রহমান জিতু (২৭) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।
শনিবার (২৭ এপ্রিল ) ১২টার দিকে মৌলভীবাজার ও কুলাউড়া সড়কের রায়শ্রী নামক এলাকায় এই ‘বন্দুক যুদ্ধে’র ঘটনা ঘটে।
এঘটনায় ৩ ডিবি পুলিশ আহত হয়েছেন। এ সময় ইয়াবাসহ বেশ কিছু দেশীয় অন্ত্র উদ্ধার করেছে পুলিশ।
নিহত জিতু তার বাড়ি চাঁদনীঘাট ইউনিয়নে নিমারাই গ্রামে বাসিন্দা। বর্তমানে মৌলভীবাজারের শহরের বেরিরচড় এলাকায় বাসা নিয়ে বসবাস করেন। 
আহত তিন পুলিশ হলেন, উপ-পরিদর্শক মুবিন উল্লাহ (৪৫),কনস্টেবল কবির আহমদ(৪৪),কনস্টেবল সোহেল মিয়া (৪০)।
মৌলভীবাজার মডেল থানার ওসি মো.আলমগীর হোসেন  এতথ্য জানিয়েছেন। তিনি বলেন,ঘটনাস্থল একটি পাইপগান,এক রাউন্ড গুলি, তিনশতাধিক ইয়াবা,রাম দা  উদ্ধার করা হয়েছে।
শেয়ার করুন