বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট বিভাগীয় প্রতিনিধি সভা ৫ মে

সিলেট :: বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট বিভাগীয় প্রতিনিধি সভা ৫ই মে অনুষ্ঠিত হবে।

আগামী ৫ই মে রবিবার সকাল ১১টায় সিলেট কবি নজরুল অডিটোরিয়ামে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে।

সিলেট বিভাগীয় প্রতিনিধি সভায় উপস্থিত থাকবেন- সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাংলাদেশ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।

এতে সিলেট জেলা ও মহানগর-সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও উপজেলা কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক উপস্থিত থাকার জন্য কামনা করেছেন সিলেট আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

শেয়ার করুন