সাংবাদিক মাহফুজ উল্লাহ আর নেই

 

 ডেস্ক.
এই সাংবাদিক দীর্ঘদিন হৃদরোগ, কিডনি ও ফুসফুসের সমস্যায় ভুগছিলেন।
বিশিষ্ট সাংবাদিক ও লেখক মাহফুজ উল্লাহ আর নেই। আজ শনিবার সকাল বাংলাদেশ সময় ১০টা ৫ মিনিটে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
মাহফুজ উল্লাহর মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেছেন তার জামাতা নাজমুল হক। এই সাংবাদিক দীর্ঘদিন হৃদরোগ, কিডনি ও ফুসফুসের সমস্যায় ভুগছিলেন।
গত ২ এপ্রিল সকালে ধানমন্ডির গ্রীন রোডে মাহফুজউল্লাহ তার নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হন। সেদিনি তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখা‌নে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।
পরে গত ১০ এপ্রিল গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে থাইল্যান্ডে নেওয়া হয়। সেখানে সর্বশেষ তার চিকিৎসা চলছিল।
শেয়ার করুন