কুলাউড়ায় ৫ম শ্রেণির মাদরাসা ছাত্রীর মরদেহ উদ্ধার

মৌলভীবাজার :: মৌলভীবাজারের কুলাউড়ায় মারজানা বেগম (১৪) নামে পঞ্চম শ্রেনীর এক মাদরাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, ছাত্রীর মৃত্যু রহস্যজনক তাই লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

শনিবার (২৭ এপ্রিল) তার নিজ ঘর থেকে লাশটি উদ্ধার করে বিকাল ৫টার দিকে কুলাউড়া থানায় নিয়ে আসে পুলিশ। মারজানা উপজেলার হাজীপুর ইউনিয়নের কেওলাকান্দি গ্রামের দিনমজুর মো. লিয়াকত আলীর মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে প্রতিদিনের মতো মরজানার দিনমজুর বাবা লিয়াকত আলী খাবার খেয়ে কাজে যান। পরে খবর পেয়ে সাড়ে ১১টার দিকে তিনি বাড়িতে এসে মারজানার মরদেহ দেখতে পান। এদিকে তার মা সেলিনা বেগম জানান, মারজানা যে রশি দিয়ে আত্মহত্যা করেছে সেই রশি ছিঁড়ে সে মেঝেতে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কুলাউড়া থানায় নিয়ে আসে।
সেলিনা বেগম আরো জানান মারজানা আগে কানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে পড়তো। সেখান থেকে এনে ভুঁইগাঁও মহিলা মাদরাসায় ভর্তি করেন মারজানাকে।

কুলাউড়ার থানার এসআই খসরুল আলম বাদল বলেন, মারজানা আত্মহত্যা করেছে খবর পেয়ে কেওলাকান্দিতে তার বাড়িতে গিয়ে দেখি ঘরের মেঝেতে তার লাশ পড়ে আছে। তার পরিবার বলছে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে। তাই এ ঘটনাটি রহস্যজনক। তার লাশ পরিবার ময়নাতদন্ত ছাড়া নিতে চাচ্ছে। বিষয়টি যেহেতু রহস্যজনক তাই লাশটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। ময়নাতদন্ত স্বাপেক্ষে মৃতুর রহস্যটি পরিস্কার হবে।

শেয়ার করুন