মৌলভীবাজার প্রতিনিধি.
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ওপর দিয়ে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে উপজেলার পতনউষার,সমশেরনগর, মুন্সিবাজার ও পৌরসভার এলাকায় শতাধিক ঘর বিধস্ত হয়েছে।
উপড়ে পড়েছে হাজারো গাছ পালা। ১১ কেভির ১০০টি স্থানে গাছ ভেঙে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড হয়ে পড়েছে।
কমলগঞ্জ-কুলাউড়া সড়কে শমসেরনগর এয়ারপোর্ট রোডে ব্যাপক পালা গাছ পড়ায় সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
এছাড়া লাউয়াছড়া পাহাড়ে রেল লাইনের ওপর গাছ পড়ায় রেল যোগাযোগ বিকেল ৩ টা থেকে ৬ টা পর্যন্ত বন্ধ থাকার পর পূনরায় রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
এতে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ও সিলেটগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন শ্রীমঙ্গল ও কুলাউড়া রেল ষ্টেশনে আটকা ছিল। বিদ্যুৎ লাইন লন্ডভন্ড হয়ে যাওয়ার করণে বিদ্যুৎহীন পড়ে পুরো কমলগঞ্জ উপজেলা । এছাড়া বজ্রাঘাতে এক কৃষকের ৪০ হাজার টাকা দামের মহিষ মৃত্যু হয়েছে।
জানা যায়, কমলগঞ্জ উপজেলার ঝড়ে পতনউষার ইউনিয়নে পতনউষার,শ্রীরামপুর,চন্দ্রপুর, ধোপাটিলা, রসুল পুর,বৃন্দাবনপুর, দক্ষিনপল্কীসহ ১০টি গ্রামের বাড়িঘর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
রাস্তার গাছপালা উপড়ে পড়ে। পতনউষারের বিভিন্ন এলাকায় পল্লী বিদ্যুৎ এর ১১ কেভি লাইন ছিড়ে পড়েছে। এছাড়া পতনউষার গ্রামের আলাল মিয়া, দক্ষিনপল্কী গ্রামের বিধবা মহিলা আগুরী বিবিসহ প্রায় ২০টি বাড়ি ঘর সম্পূর্ণ বিধস্ত হয়।
অপরদিকে, একই সময় সমসেরনগর, মুন্সিবাজার ও কমলগঞ্জ পৌরসভায় ঝড়ে প্রায় শতাধিক ঘর সম্পূর্ণসহ শতাধিক বাড়িঘর বিধস্ত হয়।