স্টাফ রিপোর্টার. “বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামুল্যে লিগ্যাল এইডে আইনি সেবাদান” এই প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস মৌলভীবাজারে পালিত হয়েছে।
রবিবার ২৮ এপ্রিল সকাল সাড়ে ৯টায় জেলা জজ আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর জনমিলন কেন্দ্রে গিয়ে শেষ হয়। পরে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ শেখ আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুর রহমান। দিবসটি পালনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক শামীমা আফরোজ, জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্টেট আলী আহসান, সিভিল সার্জন ডা: শাহাজাহান কবীর চৌধুরী, এডিশনাল এসপি সারোয়ার হোসেন, জিপি এডভোকেট এ এস এম আজাদুর রহমান, স্পেশাল পিপি এডভোকেট আমিরুল ইসলাম, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট কামরেল আহমদ চৌধুরী, মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি আবদুল হামিদ মাহবুব, মৌলভীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, পৌর মেয়র মো. ফজলুর রহমান, মুজিবুর রহমান মুজিব।
বক্তারা বলেন, সরকার যে দরিদ্র অসহায় মানুষের জন্য বিনাখরচায় আইনগত সহায়তা দেওয়ার ব্যবস্থা চালিয়ে যাচ্ছেন, তা ব্যাপক ভাবে প্রচার করে অসহায় মানুষদের আইনি সহায়তা আওতায় আনতে হবে। সকল নাগরিকের ন্যায় বিচার পাওয়ার অধিকার সুনিশ্চিত করতে হবে। এরজন্য সকল স্তরের জনপ্রতিনিধিরা বিশেষ ভূমিকা রাখতে পারেন। কারণ মানুষ কোনো সমস্যায় পড়লে প্রথমেই জনপ্রতিনিধিদের কাছে যায়। আলোচনা সভায় আইনজীবীগণ ও জেলা জজ আদালতের কর্মকর্তা-কর্মচারী ও মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে পৌর জনমিলন কেন্দ্র চত্বরে অতিথিবৃন্দদের সাথে নিয়ে আইনগত সহায়তা মেলার উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুর রহমান ।