»এক্সক্লুসিভ»বন্দুক যুদ্ধে মাদক ব্যবসায়ী জিতু নিহতের পর এলাকায় স্বস্তি ! মানুষের মধ্যে মিষ্টি বিতরণ
বন্দুক যুদ্ধে মাদক ব্যবসায়ী জিতু নিহতের পর এলাকায় স্বস্তি ! মানুষের মধ্যে মিষ্টি বিতরণ
জালালাবাদ বার্তা ডট কম ।
প্রকাশিতকাল:
বিশেষ প্রতিবেদক.
শীর্ষ মাদক ব্যবসায়ী জিতু আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ নিহতের পর তার নিজ এলাকায় মানুষের মধ্যে স্বস্তি ফিরে পেয়েছে। এ ঘটনায় এলাকার সচেতন মহল মানুষের মধ্যে মিষ্টি বিতরণ ও স্থানীয় মসজিদে মিলাদ মাহফিল করেছেন মুসল্লীরা। জিতু ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল।
মৌলভীবাজারে গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মুজিবুর রহমান জিতু নামে এক মাদক ব্যবসায়ী নিহত হওয়ার সংবাদে এলাকাবাসী এই মিষ্টি বিতরণ করেন।
শনিবার ২৭ এপ্রিল বিকেলে রায়শ্রী, চাঁদনীঘাট ও বেরিরচড় এলাকায় মিষ্টি বিতরণ করতে দেখা যায়। নিহত মুজিবুর রহমান জিতু শহরের বেরিরচর এলাকার ফরকিছ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মৌলভীবাজারের চিহ্নিত মাদক ব্যবসায়ী জিতু এবং শিপন শনিবার ২৭ এপ্রিল দুপুরে সদর উপজেলার রায়শ্রী এলাকার একটি আস্তানায় অবস্থান করছে এই তথ্য পেলে ডিবির একটি দল তাদের ঘেরাও করে। এ সময় তারা দেশীও অস্ত্র নিয়ে পুলিশের উপর আক্রমন করে। এতে ৩ পুলিশ সদস্য আহত হয়। পরে পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালালে ইয়াবা ব্যবসায়ী জিতু গুরুতর আহত হয়। জিতুকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার থাকে মৃত ঘোষনা করেন। বাকীরা পালিয়ে যেতে সক্ষম হয়।আহত পুলিশ সদস্যরা হলেন, ডিবির এসআই মুবিন উল্লাহ, কনষ্টেবল দবির আহম ও সোহেল মিয়া।
মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম জানান, ‘ বন্দুক যুদ্বে নিহতের পর তার দেহ থেকে ৩১০ পিচ ইয়াবা একটি একনালা পাইপগান কারতুজসহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তিনি আরো জানান,জিতু জেলার সবচেয়ে বড় মাদক ব্যবসায়ী তার বিরুদ্ধে ১২টি মাদক মামলা এবং অস্ত্র মামলাসহ মোট ১৮টি মামলা রয়েছে ।’