»এক্সক্লুসিভ» শীর্ষ ইয়াবা ব্যবসায়ীর মৃত্যুতে অধিকাংশই মুসল্লী জানাজায় অংশ না নিয়ে চলে যান !
শীর্ষ ইয়াবা ব্যবসায়ীর মৃত্যুতে অধিকাংশই মুসল্লী জানাজায় অংশ না নিয়ে চলে যান !
জালালাবাদ বার্তা ডট কম ।
প্রকাশিতকাল:
খ ম জুলফিকার, মৌলভীবাজার থেকে::
পুলিশের খাতায় ডজন মাদক মামলা ছিল। এমনকি মৃত্যুর পরেও তার পকেটে মিলেছে ৩১০ পিস ইয়াবা। জেলার শীর্ষ ইয়াবা বিক্রেতা মুজিবুর রহমান জিতু (২৭) রায়শ্রী এলাকায় বুন্দক যুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত হন। তার মৃত্যুর পর জানাজায় অধিকাংশই মুসল্লী অংশ নেননি। জানাজা শুরু হলে অনেককে অংশ না নিয়ে চলে যান বলে এমনটাই জানালেন মুসল্লীরা।
জানা গেছে, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর আক্রমণ করলে পরে পুলিশ গুলি চালায়। পরে জিতুকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। তার মৃত্যুর খবর জানাজানি হলে মিষ্টি বিতরণ করে এলাকাবাসী। জনমনে নেমে আসে স্বস্তি। জেলার রায়শ্রী, একাটুনা, পশ্চিমবাজার, চাদনীঘাটসহ বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করতে দেখা গেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের প্রশংসার পাশাপাশি তার পেছনে থেকে যারা রাজনৈতিক প্রশ্রয় দিত তাদেরকে গ্রেফতারের দাবি জানিয়েছেন জেলাবাসী।
এদিকে শনিবার বাদ এশা পশ্চিমবাজার জামে মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তবে এশার নামাজের পর কিছু মুসল্লি জানাজায় অংশগ্রহণ না নিয়ে চলে যান।