রাজনগরে পরীক্ষা কেন্দ্রে ঢুকে প্রধান শিক্ষককে মারধর, আটক ২

রাজনগর প্রতিনিধি :

মৌলভীবাজারের রাজনগরের মুটুকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন সময়ে হলে ঢুকে প্রধান শিক্ষককে মারধর করেছে দুই মাদরাসা ছাত্র।

এঘটনায় ওই দুই ছাত্রকে গ্রেফতার করেছে রাজনগর থানার পুলিশ।

এব্যাপারে প্রধান শিক্ষক বাদী হয়ে রাজনগর থানায় মামলা করেছেন। গ্রেফতার দুই মাদরাসা ছাত্র ইন্দেশ্বর কালাইগুল দাখিল মাদরাসার ছাত্র।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার উত্তরভাগ ইউনিয়নের মুটুকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষা চলছিল। এসময় মুন্সিবাজার ইউনিয়নের বালিগাও গ্রামের শ্যামা মিয়ার ছেলে জুয়েল আহমদ (২০), গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি গ্রামের আব্দুশ শুকুর মিয়ার ছেলে ফাহাদ আহমদ (১৯) এবং একই গ্রামের (মুটুকপুর) ফজলু মিয়ার ছেলে আব্দুল মতিন (৩৫) বিদ্যালয়ে প্রবেশ করে পরীক্ষার খাতায় কেন লিখে দিচ্ছেন জানতে চেয়ে হলের শিক্ষিকাদের সঙ্গে উচ্চস্বরে কথা বলছিলেন। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মতিন হলে গিয়ে উচ্চস্বরে কথা বলার কারণ জানতে চান। এসময় তারা উত্তেজিত হয়ে প্রধান শিক্ষককে গালাগাল করেন। এতে উভয় পক্ষেকের মাঝে কথাকাটাকটি হলে আসামীরা প্রধান শিক্ষককে মারধর করে। পরে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা এগিয়ে এসে জুয়েল আহমদ (২০) ও ফাহাদ আহমদ (১৯) কে আটকে রাখেন। পরে রাজনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।

এসময় মুটুকপুর গ্রামের ফজলু মিয়ার ছেলে আব্দুল মতিন (৩৫) পালিয়ে যায়। এঘটনায় আব্দুল মতিনকে প্রধান আসামী করে তিনজনের নাম উল্লেখ করে রাজনগর থানায় মামলা (নং-২১) করেছেন প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মতিন।

রবিবার দুপুরে ওই মামলায় আটক দুই ছাত্রকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম বলেন, মামলার তদন্ত চলছে। গ্রেফতার দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন