স্কুলছাত্রীকে কুপানো সেই জুয়েলের শাস্তির দাবিতে কুলাউড়ায় মানববন্ধন

শাকির আহমদ ও তানিয়া আক্তার .

কুলাউড়ায় স্কুলছাত্রী মায়মুনা জান্নাত সামিরা (১২)-দাড়ালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় জড়িত বখাটে জুয়েলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মানববন্ধন করা হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে পৌর শহরের আলহেরা কেজি স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা এই মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সামিরা মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের মীরশংকর এলাকায় আরব আমিরাত প্রবাসী সরাফ উদ্দিনের মেয়ে।

স্কুলের সম্মুখে আয়োজিত এই মানববন্ধন কর্মসূচিতে ৮ম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থী সামিরার উপর নৃশংস হামলাকারী জুয়েলের সর্বোচ্চ শাস্তি দাবি করা হয়। এতে বক্তব্য রাখেন এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. মাশুক, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, স্কুলের পরিচালক মিজানুর রহমান মজুমদার, শিক্ষক সায়ফুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদির প্রমুখ।

উল্লেখ্য, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গত শনিবার (২৭ এপ্রিল) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের মীরশংকর এলাকায় সামিরাকে দাড়ালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে বখাটে জুয়েল আহমদ। জুয়েল একই এলাকার বকুল মিয়ার ছেলে। এঘটনায় জুয়েলকে আসামী করে সামিরার মা বাদি হয়ে থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের করেছেন। জুয়েল বর্তমানে জেলহাজতে আছে। এদিকে সামিরা সিলেট ওসমানী হাসপাতালে নিউরো সার্জারী বিভাগের প্রধান ডা. মো. রাশিদুন্নবী খাঁন এর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছে। তাঁর শারীরিক অবস্থা এখনো সঙ্কটাপন্ন।

শেয়ার করুন