কমলগঞ্জ প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে রহিমপুর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামে সোমবার (২৯ এপ্রিল) বিদ্যুৎস্পৃষ্টে শিতীল দাস (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দুপুর ৩ টার দিকে তার নিজ বাড়িতে বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে ঘটনাটি ঘটে। মারা যাওয়া শিতীল দাস দুই সন্তানের জনক এবং রহিমপুর ইউনিয়ন পরিষদের সামনে তার একটি চা স্টল রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে সে তার বাড়িতেই ছিলো। সে সময় অসাবধানতাবশত তারের সঙ্গে লেগে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। রহিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল মৃত্যুর ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
কমলগঞ্জে বিদ্যুৎস্পৃৃষ্টে একজনের মৃত্যু
শেয়ার করুন