»এক্সক্লুসিভ»শ্রীমঙ্গল রেলস্টেশন সড়কের বেহাল অংশের উন্নয়ন কাজ শুরু
শ্রীমঙ্গল রেলস্টেশন সড়কের বেহাল অংশের উন্নয়ন কাজ শুরু
জালালাবাদ বার্তা ডট কম ।
প্রকাশিতকাল:
মৌলভীবাজার প্রতিনিধি
দীর্ঘ এক যুগ ধরে ভোগান্তির পর অবশেষে শ্রীমঙ্গল পৌরশহরের রেলস্টেশন সড়কের আরও ৩৩৫ ফুট বেহাল অংশের রাস্তার উন্নয়ন কাজ শুরু হয়েছে।
সোমবার সকাল ১০টা থেকে শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে রেলস্টেশন সড়কের নতুনবাজার পোষ্ট অফিস সড়কের সম্মুখ হতে নতুন বাজার দক্ষিণ সড়কের সম্মুখ পর্যন্ত ২০ লাখ ২৩ হাজার ৪০৩ টাকা ব্যয় সাপেক্ষে এই অংশের উন্নয়ন কাজ শুরু করেছে মেসার্স আবুবক্কর আহমদ এন্ড সন্স নামের স্থানীয় ঠিকাদারী প্রতিষ্ঠান।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের জনগুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় শ্রীমঙ্গল পৌরসভার প্রকৌশল বিভাগ এ প্রকল্প বাস্তবায়ন করছে।
শ্রীমঙ্গল পৌরসভার সহকারী প্রকৌশলী মো.জহিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘রেলস্টেশন সড়কের এই অংশটুকু সড়ক ও জনপথ বিভাগের জায়গা। পৌরসভার পক্ষ থেকে তাদেরকে বার বার চিঠি দেয়ার পরও তারা এতোদিন কাজ করেনি’।
তিনি বলেন, ‘জনগণের দুর্ভোগ লাঘবে জনস্বার্থে পৌরসভা জনগুরুত্বপূর্ণ এ সড়কটির বেহাল এ অংশটুকুর উন্নয়ন কাজ বাস্তবায়ন করেছে’।
রেলস্টেশন সড়কের ৭৮৫ ফুট লম্বা ভাঙ্গাচোরা এই রাস্তাটুকু লোকজনের চলাচলে একেবারে অনুপোযোগী ছিল। রাস্তার কোনো মেরামত বা উন্নয়ন কাজ না করায় মানুষের ভোগান্তির সীমা ছিল না।
এ নিয়ে এলাকার সাংসদ সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি রেলপথ মন্ত্রণালয়ে রাস্তার উন্নয়ন কাজের জন্য একটি ডিও লেটার ইস্যু করলে পরবর্তীতে রেলপথ মন্ত্রণালয় তাদের মালিকানাধীন অংশের ৪৫০ ফুট রাস্তার উন্নয়ন কাজ সম্পন্ন করে এবং বাকী অংশের মালিকানা নিয়ে শ্রীমঙ্গল পৌরসভা ও মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগের মধ্যে রশি টানাটানির শুরু হয়েছিল।
যদিও সড়কের ওই অংশের রেকর্ড অনুযায়ী মালিক মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগ। অথচ সড়কের অংশটুকু পৌরসভার অভ্যন্তরে হওয়াতে এতোদিন মানুষের ক্ষোভ পড়েছিল পৌর পরিষদের ওপর।