এইচ ডি রুবেল, কুলাউড়া : মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসার ট্রাষ্টি বোর্ডের প্রধান উপদেষ্টা ও কাতার প্রবাসী কমিউনিটি নেতা মো. জামাল তাফাদারের স্বদেশ আগমন উপলক্ষ্যেেএক মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় সংবর্ধিত ব্যক্তি প্রবাসী জামাল তাফাদার বলেন, প্রবাসীরা মাদ্রাসা শিক্ষাব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
৩০ মার্চ শনিবার সকাল ১১ টায় মাদ্রাসা প্রাঙ্গণে সাংবাদিক এইচ ডি রুবেল ও সংগঠক মুছা আহমদ সুয়েটের সঞ্চালণায় সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন মওলানা মো. কামরুল ইসলাম। হাজী মো. বেলায়াত হোসেন লাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম শামীম, আজিমগঞ্জ টাইটেল মাদ্রাসার সহকারী প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাদির, সাবেক কাউন্সিলর ও মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মতিউর রহমান মতই, সহ সাধারণ সম্পাদক ও কাউন্সিলর কায়সার আরিফ, মঙ্গলবাজার মদিনাতুল উলুম ক্বাসিমিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা মো. আনোয়ারুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন কাতারের উপদেষ্টা মোশাহিদ আলী আলফু, সাংগঠনিক সম্পাদক রুবেজ আহমদ রুবেল, মাদ্রাসা নির্মাণ কমিটির সভপতি রফিকুল ইসলাম মামুন, সদস্য সচিব ইকবাল আহমদ সুমন, সদস্য হাসান আহমদ, আব্দুল ওয়াহিদ, মুর্শেদ আহমদ, আব্দুল গফুর, আবু তাহের, মাদ্রাসার ভূমিদাতা মাওলানা কামরুল ইসলাম, ফকরুল ইসলাম, সুন্দর আলীসহ সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ প্রমুখ।
মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসার ট্রাষ্টি বোর্ডের প্রধান উপদেষ্টা জামাল তাফাদার মাদ্রাসার উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ১ লক্ষ টাকা অনুদান ঘোষণা করেন ।