মিনহাজ হোসেন, ইতালীঃ
গণপ্রজাতন্রী বাংলাদেশ সরকারের কর্মকর্তা ৫ জন সচিব জালালাবাদ এসোসিয়েশন ইতালী’র আমন্ত্রণে ৬ দিনের সরকারি সফরে গতকাল রোমের ইন্টারন্যাশনাল ফিমিউসিনো এয়ারপোর্টে এসে পৌছালে জালালাবাদ এসোসিয়েশন ইতালী সভাপতি অলি উদ্দিন শামীম ও সংগঠনের নেতৃবৃন্দরা এয়ারপোর্টে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।
জানা যায়, বাংলাদেশ থেকে আগত ৫ জন সচিব আগামী ৫ তারিখ পর্যন্ত ইতালীতে অবস্থান করবেন। তারা ইতালীয়ান পার্লামেন্ট সহ ইতালীয়ান বিভিন্ন সংস্থার সাথে আলোচনা ও মতবিনিময় করবেন। পাশাপাশি রোমের বাঙালি কমিউনিটির বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলেও জানা যায়।
আজ ২রা এপ্রিল সিলেটের ঐতিহ্যবাহী সংগঠন জালালাবাদ এসোসিয়েশন ইতালী’র অফিস উদ্বোধন অনুষ্ঠান ৫ সচিব অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে সভাপতি অলি উদ্দিন শামীম সাংবাদিকদের জানান।