সম্মিলিত সাংস্কৃতিক জোট টরন্টো, কানাডা বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে গত শনিবার স্থানীয় মিজান কমপ্লেক্স অডিটরিয়ামে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অরুনা হায়দার ও সুমন সাঈদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন মোহাম্মদ হাবিবুল্লাহ দুলাল, এনায়েত করিম বাবুল, লেখক জসিম মল্লিক, কবি দেলোয়ার এলাহী, ইঞ্জিনিয়ার নওশের আলি, নয়ন হাফিজ ও ফায়েজুল করিম। বক্তারা প্রবাসে নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের জন্মের ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, কানাডার বহুজাতিক সংস্কৃতিতে বাংলাদেশের এতিহ্য ও সংস্কৃতিকে সম্মানের আসনে তুলে ধরার জন্য নিরলস কাজ করে যাবে সম্মিলিত সাংস্কৃতিক জোট। অন্টারিও পার্লামেন্টের এমপিপি ডলি বেগম এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্বাধীনতা ও দেশাত্মবোধক সংগীত পরিবেশন করে, একক ভাবে অমিয়া হোসেন ও সমবেতভাবে উদীচী শিল্পী গোষ্ঠী অব কানাডার শিল্পীবৃন্দ। কবিতা আবৃত্তি করেন কবি মেহরাব রহমান, সুমন মালিক, অরুনা হায়দার, সুমি রহমান ও কামরান করিম।
অরুনা হায়দারের নির্দেশনায় “সুকন্যা নৃত্যাঙ্গন” এর শ্রেয়া সাহা, নাজিয়া হক, হৃদা রহমান এবং সীমা বড়ুয়ার নির্দেশনায় “গীতাঞ্জলি“র ডালিয়া আহমেদ ও শায়লা মনজুর নৃত্য পরিবেশন করেন। শিল্পীদের তবলায় সহযোগিতা করেন দেবাশীষ সাহা।
মুক্তিযুদ্ধে ইতিহাসকে ধারন করে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পরিবেশনা দর্শক শ্রোতাদের মুগ্ধ করে।