কুলাউড়া ফাউণ্ডেশনের উদ্যোগে প্রবাসীদের সংবর্ধনা প্রদান

শাকির আহমদ :: দেশ এবং প্রবাসে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় কুলাউড়া ফাউণ্ডেশনের উদ্যোগে দেশে অবস্থানরত প্রবাসীদের সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

১ এপ্রিল সোমবার রাত সাড়ে ৮টার দিকে কুলাউড়া পৌরসভা মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফাউণ্ডেশনের সভাপতি ও কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজলের সভপতিত্বে এবং ফাউণ্ডেশনের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মঞ্জুরুল আলম চৌধুরী খোকনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া পৌরসভার মেয়র মো. শফি আলম ইউনুছ। বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া পৌরসভার প্যানেল মেয়র জয়নাল আবেদীন বাচ্চু ও চারবারের কাউন্সিলার ইকবাল আহমদ শামীম।

সংবর্ধিত প্রবাসীদের মধ্যে বক্তব্য দেন কাতারস্থ কুলাউড়া সমিতির প্রধান উপদেষ্টা মো. জামাল উদ্দিন তফাদার, যুক্তরাষ্ট্রস্থ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ইন্ক এর সভাপতি কয়ছর রশীদ, সংযুক্ত আরব আমিরাতের কুলাউড়া সমিতির প্রধান পৃষ্টপোষক নজরুল ইসলাম তালুকদার লিটন, কুলাউড়া সমিতির রেজাউর রহমান রাজ্জাক, সহ-সভাপতি মো. মসুদ আলী, প্রচার সম্পাদক মিসবাহ আহমদ, আশরাফ খান ইরন ও জোবায়ের আহমদ নুপুর।

অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য দেন হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহমুদ আলী, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সভাপতি মোক্তাদির হোসেন, যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলাম, শ্রমিক নেতা ইসলাম উদ্দিন, সংগঠক আবু সুফিয়ান প্রিন্স, কবি ও সাহিত্যিক শহিদুল ইসলাম তনয় প্রমুখ।

শেয়ার করুন