মৌলভীবাজার শ্রীহট্ট ইকোনমিক জোনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স

মৌলভীবাজার প্রতিনিধি.
আজ সকালে ভিডিও কনফারেন্সে মৌলভীবাজারে ৩৫২ একর জমির উপর স্থাপিত শ্রীহট্ট ইকোনমিক জোনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলামের সঞ্চালনায় মৌলভীবাজার প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন নেছার আহমদ এমপি, জোহরা আলাউদ্দিন এমপি, পুলিশ সুপার মো. শাহজালাল, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমানসহ ব্যবসায়ী ও অন্যান্যরা।

সারা দেশে এই মুহুর্তে শিল্প স্থাপন উপযোগি ১১টি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে মৌলভীবাজারে স্থাপিত শ্রীহট্ট ইকোনমিক জোন একটি। এরইমধ্যে এখানে সিরামিক, গ্লাস উইন্ডো, গার্মেন্টস, টেক্সটাইল ইত্যাদি ৬টি শিল্প প্রতিষ্ঠান বিনিয়োগ করেছে।

শ্রীহট্ট ইকোনমিক জোনে ১ দশমিক ৪ বিলিয়ন ডলারের বিনিয়োগে প্রত্যক্ষ কর্মসংস্থান হবে ৫০ হাজার এবং পরোক্ষ বিনিয়োগ হবে দেড় লক্ষ- এমনটাই জানিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ- বেজা।

শেয়ার করুন