ছয়ফুল আলম সাইফুলঃ
নিউজ পোর্টাল জালালাবাদ বার্তা.কম এর অর্থায়নে এভারগ্রীন হাজীপুরের আয়োজনে কটারকোনা ইসলামি একাডেমির প্রায় ১২০ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরন করা হয়েছে ।
৩ এপ্রিল বুধবার দুপুরে কটারকোনা ইসলামি একাডেমিতে এভাগ্রীন হাজীপুর সংগঠনের সভাপতি মিজানুর রহমান রুহিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অাজিজুর রহমান আজিজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জনাব যোবায়ের অাহমদ প্রভাষক প্রাণীবিদ্যা বিভাগ মৌলভিবাজার সরকারি কলেজ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে জনাব মাহমুদ অালী সাবেক চেয়ারম্যান হাজীপুর ইউনিয়ন,জনাব জদিদ হায়দার চৌ: সভাপতি হাজীপুর বালিকা উচ্চ বিদ্যালয় জনাব ইয়াকুব অালী সাবেক ইউপি সদস্য,জনাব হাবিবুর রহমান সহ সভাপতি কুলাউড়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি,জনাব মুহিবুর রহমান মিমি প্রতিষ্ঠান পরিচালনা কমিটি,প্রতিষ্ঠানেরর প্রধান শিক্ষক জহির রায়হান,এভারগ্রীণ হাজীপুর এর মিনিয়র সদস্য নাজমুস সাকিব তাজুল প্রমুখ।
এছাড়াও উক্ত প্রতিষ্ঠানের সকল অভিবাবক মন্ডলি ও এভারগ্রীন হাজীপুরের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশ আব্যশক সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ চৌধুরী ছেলে রুহুল কুদ্দুছ চৌধুরীর নিউজ পোর্টাল জালালাবাদ বার্তা.কম এর অর্থায়নে হাজীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে একইভাবে ইতিপূর্বে শিক্ষা উপকরণ বিতরন করা হয়।