খ ম জুলফিকার, মৌলভীবাজার:
৪ এপ্রিল (বৃহস্পতিবার) বুধবার দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ভবনের সামনে হানিফ এন্টারপ্রাইজ ও নুর পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষে কুড়িজন আহত হয়েছেন।
আহতরা হলেন, মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, জেলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শামসুল ইসলাম, মেহেরজান বিবি রহমানিয়া দাখিল মাদ্রাসার সুপার, মাওলানা সিদ্দিকুর রহমান, উত্তর মুলাইম মল্লিক সরাই দাখিল মাদ্রাসার সুপার, মাওলানা শামসুল ইসলামসহ বাকীদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
পরে এম্বুলেন্স যোগে তাদেরকে মৌলভীবাজার সদর হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসা শেষে মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ও মৌলভীবাজার জেলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শামসুল ইসলাম ও মৌলভীবাজার উত্তর মুলাইম মল্লিক সরাই দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শামসুল ইসলাম কে ছেড়ে দেয়া হয়, আর মৌলভীবাজার মেহেরজান বিবি রহমানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ছিদ্দিকুর রহমানের অবস্থা আশংকা থাকায় মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ডাক্তারের পরামর্শে ভর্তি করানো হয়।