খ ম জুলফিকার:
ঢাকা সিলেট মহাসড়কের বেগমপুর নামক স্থানে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় ঢাকা ল্যাবএইড হাসপাতাল ধানমন্ডি শাখায় চিকিৎসাধীন অবস্থায় যুবলীগ নেতা জুনেদ আহম্মদের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য যে, ঢাকা সিলেট হাইওয়ে সড়কের বেগমপুর নামক স্থানে ২৮ মার্চ বৃহস্পতিব রাতে ট্রাক আটকিয়ে চাঁদা আদায় করছে শেরপুর হাইওয়ে থানার কর্মকর্তারা। এসময় হঠাৎ করে একটি ট্রাককে সিগন্যাল দিলে পিছনে থাকা মটর সাইকেল আরোহী খলিলপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি খলিলপুর ইউনিয়নের বাগারাই গ্রামের জুনেদ মিয়া (৩৫) গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর অবস্থা আশংকাজনক হওয়ায় দ্রুত ঢাকায় ল্যাব এইড হাসপাতালে প্রেরণ করা হয়।