কুটনীতিকদের সম্মানে পররাষ্ট্র মন্ত্রীর নৈশভোজ
.
৫ এপ্রিল শুক্রবার রাতে শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ’ নৈশভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে মন্ত্রী নিজেই উপস্থিত থেকে আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানান। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড.আব্দুস শহীদ এমপি,মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ,জেলা প্রশাসক মো.তোফায়েল ইসলাম,পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নজরুল ইসলাম ,জেলা আওয়ামীলীগের সম্পাদক মিছবাহুর রাহমানসহ প্রশাসনে উচ্চপদস্থ কর্মকর্তারা।
নৈশভোজে কোরিয়া, মালয়েশিয়া, মরক্কো, নেপাল, আফগানিস্তান, ভুটান, ব্রাজিল,কুয়েত, কানাডা, ফান্স, তুর্কি, ইউএসএ, ওমান, জাপান, ফিলিপাইন, ডেনমার্ক, সুইজারল্যান্ড, সিঙ্গাপুর ও পাকিস্তানসহ ৩৫টি রাষ্ট্র। এ ছাড়া উন্নয়ন সহযোগী সংস্থা ইউএনডিপি, সার্ক, ব্রিমস্টেক, ইউএনএফপিএ, ইউসিকেইএফ বিডি, ইউএনএইচসিআর, ইউএসডিএসএস যোগ দেন।
শেয়ার করুন