গোলাপগঞ্জে ইসতিয়াক চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

মাহফুজ আহমদ চৌধুরী, গোলাপগঞ্জঃ

গোলাপগঞ্জে ইসতিয়াক আহমদ চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে। গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে, ক্রীড়া সাংবাদিক সাইফুল ইসলামের পরিচালনায় ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

৫ এপ্রিল (শুক্রবার) বিকেলে পৌর এলাকার রণকেলী উত্তর দেওয়াইর বাড়ী সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ফাইনালে ১-০ গোলে টিকর বাড়ী অগ্রণী স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে ভাই ভাই ফার্মেসী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।

খেলায় একমাত্র গোল করে ভাই ভাই ফার্মেসী একাদশের মনসুর আহমদ। কয়েক সহস্রাধিক দর্শকের উপস্থিতে অনুষ্ঠিত খেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌর সভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা শাহগীর বক্ত ফারুক, টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক মুস্তাক আহমদ চৌধুরী, পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহমান চৌধুরী দারা, গোলাপগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র হেলালুজ্জামান হেলাল, পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান, আব্দুল জলিল, এম ফজলুল আলম, মানোয়ারা ফেরদৌস, বিশিষ্ট সমাজসেবী মিজানুর রহমান চৌধুরী রিংকু, গোলাপগঞ্জ প্রেসক্লাব সেক্রেটারী মাহফুজ আহমদ চৌধুরী, আমুড়া ইউপি চেয়ারম্যান রুহেল আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান আছদ্দর আলী জালালি, ক্রীড়া সংগঠক ইয়াজদান চৌধুরী, জাহান-ই নুরী চৌধুরী, ইউনুস চৌধুরী, তোফায়েল আহমদ চৌধুরী, আবু সুফিয়ান আজম, মাজেদ শরিফ চৌধুরী প্রমুখ। খেলা পরিচালনা করেন রাহেল আহমদ চৌধুরী, শেখ জিয়া উদ্দিন, সুজন আহমদ।

শেয়ার করুন