সুজা কলেজের প্রিন্সিপাল বাবুল মুর্শেদের নির্যাতনের শিকার সাজেদা আক্তার রিয়া মানসিক ভারসাম্য হীন

আব্দুল মুকিত.
শমশেরনগর সুজা কলেজের প্রিন্সিপাল বাবুল মুর্শেদের নির্যাতনের শিকার সাজেদা আক্তার রিয়া মানসিক ভারসাম্য হীন ভাবে মৌলভীবাজার লেক ভিউ হসপিটালে ডক্টর মোয়াজ্জেম হোসেনের তত্ত্বাবধানে আছে রিয়ার বাবা কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের সাবেক মেম্বার কুতুব আলী বলেন আজ কয়দিন যাবত আমার মেয়েটি মানসিক পাবে আঘাতপ্রাপ্ত হয়ে হসপিটালে আছে কিন্তু দুঃখের বিষয় হল যার দ্বারা আমার মেয়ের এই অবস্থা ওই প্রিন্সিপাল বাবুল মুর্শেদকে আমি ফোনে বিষয়টি অবগত করলে উনি আমাকে জবাব দেন এটা আমার দেখার বিষয় নয় আপনার মন যা চায় তাই করেন আমার কিছু যায় আসে না কুতুব আলী আরও বলেন আমার মেয়েটিকে নিয়ে আমি দিশেহারা উনাকে ফোন দিলে বাবুল মোর্শেদ সাহেব আমাকে গালিগালাজ করেন তাই কি করবো ভেবে পাচ্ছিনা বাবুল মুর্শেদ সাহেব কি এতই ক্ষমতাবান ক্ষমতাবান তো উনি নিশ্চয়ই যেহেতু নি জেলা পরিষদের সদস্য.
বিস্তারিত আসছে
শেয়ার করুন