ইতালী প্রতিনিধি, জালালাবাদবার্তা.কমঃ
গত ২এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা ৮ঘটিকার সময় জালালাবাদ এসোসিয়েশন ইতালীর নতুন কার্যালয় আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। এসোসিয়েশন এর সভাপতি অলিউদ্দিন শামীম এর সভাপতিত্বে ও ধূমকেতু সোস্যাল অর্গানাইজেশনের মোঃ আমিনুল ইসলামের পরিচালনায় সম্মানিত অতিথি হিসেবে জালালাবাদ এসোসিয়েশন ইতালীর আমন্ত্রণে বাংলাদেশ থেকে সরকারি সফরে আগত প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের Additional Secretary -Bridges Division Mohammed Obaidul Huq, Additional Secretary -Finance Division Arfin Ara Begum, Director -General Implementation Monitoring And Evaluation Division Nasima Mohsin, Superintending Engineer (Current Charge) -Bangladesh Bridges Authority Md Abul Hossain, Executive Engineer -Padma Multipurpose Bridges Project Syed Rajab Ali, বাংলাদেশ সমিতি ইতালীর সভাপতি হাসানুজ্জামান কামরুল, সাধারণ সম্পাদক আবুল কালাম সায়মন, বৃহত্তর ঢাকা সমিতি ইতালীর সাধারণ সম্পাদক মন্জুর আহমেদ মন্জু, মানিকগঞ্জ জেলা সমিতি ইতালীর সভাপতি মোঃ নায়েব আলী উপস্থিত ছিলেন।
এছাড়াও জালালাবাদ এসোসিয়েশন ইতালী, বরিশাল বিভাগ সমিতি ইতালী, ধূমকেতু সোস্যাল অর্গানাইজেশন, পাবনা জেলা সমিতি, ব্রাকসাজন ইতালী সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলায়ত করেন জালালাবাদ এসোসিয়েশন ইতালীর সদস্য হাফেজ ফয়সাল আহমেদ। তার পর ফুলের তোড়া দিয়ে অতিথিদেরকে বরণ করেন জালালাবাদ এসোসিয়েশন এর নেতৃবৃন্দ এবং সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন। পরবর্তীতে যথাক্রমে পাবনা জেলা সমিতি ইতালী, বৃহত্তর ঢাকা সমিতি ইতালী, বাংলাদেশ সমিতি ইতালী, বরিশাল বিভাগ সমিতি ইতালীর অতিথিদেরকে ফুলের তোড়া ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
অতিথিবৃন্দ ঘুরে ঘুরে অফিস পরিদর্শন করেন এবং উপস্থিত সকল ইতালী প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পরিশেষে বাংলাদেশ থেকে আগত অতিথিরা জালালাবাদ এসোসিয়েশন ইতালীর ভূয়সী প্রশংসা করে বলেন, “জালালাবাদ এসোসিয়েশন এমন একটি সংগঠন যাহা সারা বিশ্বে শক্ত অবস্থানে আছে। তাদের ঢাকায় নিজস্ব ১২তলা বিশিষ্ট ভবন সহ বিভিন্ন প্রতিষ্ঠান আছে এবং বাংলাদেশ সরকারের উচ্চ পদস্থ নেতৃবৃন্দ জালালাবাদ এসোসিয়েশন এর সাথে জড়িত আছেন। আমরা জালালাবাদ এসোসিয়েশনের আমন্ত্রণে ইতালী এসেছি সরকারি কাজে ইতালীর সড়ক, সেতু, টোল, ট্যানেল, ব্রীজ সহ বিভিন্ন বিভাগের সাথে আমাদের টেকনোলজি ও ইতালীর টেকনোলজির বিষয়ে পারষ্পরিক প্রশিক্ষণ বিনিময়ের অংশ হিসেবে। কিন্তু, আজ জালালাবাদ এর অফিস পরিদর্শন করতে এসে আপনাদের সাথে মতবিনিময় হয়ে গেল। তবে এইটা আমাদের অফিসিয়াল কাজের কোন অংশ নয় পুরো দিন আমরা অফিসিয়াল কাজে ব্যস্ত ছিলাম রাতে অতিরিক্ত সময় আপনাদের সাথে মতবিনিময় করতে পেরে আমরা আনন্দিত, আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আমরাও আপনাদের মঙ্গল কামনা করি।”