টরন্টো থেকে যাত্রা শুরু করলো নতুন বাংলাদেশি নিউজ পোর্টাল bcv24.com

জালালাবাদবার্তা.কমঃ

টরন্টোর ক্লাসিক ঘরোয়া রেস্টুরেন্টে ৬ এপ্রিল (শনিবার) বিকাল ৬ ঘটিকার সময় এক আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু করলো কানাডা থেকে প্রকাশিত নতুন বাংলাদেশি নিউজ পোর্টাল bcv24.com

নিউজ পোর্টালটির নির্বাহী সম্পাদক মফিজুল ইসলাম চৌধুরী বাবলূর সঞ্চালনায় অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এমপি সালমা জাহিদ, এমপিপি ডলি বেগম, দেশে বিদেশের সিইও নজরুল ইসলাম মিন্টু, ভোরের আলোর সম্পাদক আহাদ খন্দকার, এনআরবি টিভি ও বাংলামেইলের সিইও শহীদুল ইসলাম মিন্টু, রাজনীতিবিদ ও সংগঠক ইঞ্জিনিয়ার সৈয়দ আব্দুল গাফ্‌ফার, রাজনীতিবিদ আজিজুর রহমান প্রিন্স সহ আরও অনেকেই।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা bcv24.com বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে কানাডার বাংলাদেশি কমিউনিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন