শ্রীমঙ্গলে শহরে দিনদুপুরে চলছে লাখ লাখ টাকার জুয়ার আসর!

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শহরের পৌরসভা ভবনের ঠিক পেছনদিকে রেলওয়ে জমিতে গড়ে উঠা রেলকলোনীর একটি একচালা টিনের ঘরে প্রকাশ্যদিবালোকে চলছে লাখ লাখ টাকার জুয়ার আসর। আর রেলওয়ের কলোনীর পার্শ্বেই রেলওয়ে খালি মাঠে গাড়ি রাখার স্ট্যান্ড হওয়ায় গাড়ির চালকরাও এই জুয়ার আসরে বসে তাদের সারা দিনের আয় করা অর্থ খোয়াচ্ছে জুয়ার আসরটিতে।
আশপাশের বাসিন্দারা জানিয়েছেন, চার পাশঘেরা এই টিনের ঘরটিতে বেশ কয়েকমাস যাবত চলছে এই জমজমাট জুয়ার আসর। জুয়ার আসরটি প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে।
বিষয়টি সর্বমহলে ওপেন সিক্রেট হলেও একটি প্রভাবশালী চক্রের ছত্রছায়া থাকায় এই জুয়ার আসরটি নির্বিঘেœ চলছে।
রবিবার দুপুরে জুয়া খেলার সত্যতা জানতে সরেজমিন অকুস্থলে গিয়ে দেখা যায়, শ্রীমঙ্গল পৌরসভার ভবনের পিছনের কলোনীর একটি চা দোকানের পিছনে একচালা টিনের ঘর। চারপাশ ঘেরা ওই টিনের ঘরেই চলছে এই জুয়ার আসর। জুয়ার আসরেরদিকে এ প্রতিবেদক যেতে চাইলে পেছনদিক থেকে এক যুবক বাঁধা দিয়ে বলে এদিকে যাওয়া যাবে না। পরে পরিচয় গোপন রেখে জুয়া খেলার ঘরটির পাশে অবস্থিত চা দোকানে প্রায় ১৫ মিনিট অবস্থান করে জুয়ার আসরের খেলোয়ারদের বাজি ধরার আওয়াজের শব্দ শুনতে পাওয়া যায়।
স্থানীয়দের অভিযোগ,রমরমা এই জুয়ার আসরে প্রতিদিন আন্ত:জেলার অর্ধশতাধিক জুয়ারীরা অংশ নিচ্ছে। আর জুয়ার টাকা সংগ্রহ করতে গিয়ে স্থানীয়রাও চুরিসহ নানা অপরাধ প্রবনতায় জড়িয়ে পড়ছে। তারা ভয়ে এই জুয়ার আসরের বিরুদ্ধে কথা বলতে পারছেন না।
এ প্রসঙ্গে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম বলেন,‘খোঁজ নিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে জুয়া খেলা বন্ধের ব্যবস্থা নেওয়া হবে’।

শেয়ার করুন