»এক্সক্লুসিভ»মৌলভীবাজারে প্রাইভেট কলেজে ‘চুরি’র চেষ্টা, ক্যামেরায় ধরা
মৌলভীবাজারে প্রাইভেট কলেজে ‘চুরি’র চেষ্টা, ক্যামেরায় ধরা
জালালাবাদ বার্তা ডট কম ।
প্রকাশিতকাল:
মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের ইম্পিরিয়েল কলেজের গেইটে রাতে প্রবেশ করে চুরির চেষ্টা করেছে এক যুবক। তা ধরা পড়েছে সিসি ক্যামেরায়। এঘটনায় কলেজ কর্তৃপক্ষ শুক্রবার মৌলভীবাজার মডেল থানায় সাধারণ ডায়রি দায়ের করেছেন।
জিডি সূত্রে জানা যায়, গত ৪মার্চ ভোর রাত ৩:৪৫ থেকে ৪টা ২মিনিট পর্যন্ত ইম্পিরিয়েল কলেজের গেইটে এক দুস্কিৃতিকারী প্রবেশ করে। ওই সময় কলেজে রক্ষিত বাইসাইকেল সহ অন্যান্য দ্রবাদি চুরির চেষ্টা করে। তালা খুলতে সক্ষম না হয়ে এক পর্যায়ে যখন বুঝতে পারে যে সে সিসি ক্যামেরার আওতায়ভূক্ত। তখন সিসি ক্যামেরা খুলে নিয়ে পালিয়ে যায়।
এঘটনায় প্রয়োজনীয় আইগত ব্যবস্থা নিতে মৌলভীবাজার মডেল থানায় সাধারণ ডায়েরী দায়ের (জিডি নং: ২৭৭) করেছে ইম্পিরিয়েল কলেজের কো-অর্ডিনেটর মো. সিতাব আলী। বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।
এবিষয়ে মৌলভীবাজার মডেল থানার ডিউটি অফিসার এসআই পপি আক্তার সিলেটভিউকে বলেন, “এই ঘটনায় জড়িত দুস্কিৃতিকারীকে আটক করতে পুলিশ চেষ্টা করছে।”