বিশেষ প্রতিনিধি.
কুলাউড়া পৌর শহরের মিলি প্লাজার সম্মুখ থেকে অভিনব কায়দায় একটি গ্ল্যামার মোটরসাইকেল (সিলেট-হ-১৪৪৭৮০) চুরি হয়েছে। এ ঘটনায় ডাঃ হেমন্ত চন্দ্র পাল কুলাউড়া থানায় একটি অভিযোগ করেছেন। ৮ এপ্রিল সোমবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। মিলি প্লাজার নিজস্ব সিসিটিভি ফুটেজে চুরির ঘটনা পরিষ্কার ফুঁটে উঠে। তবে এঘটনায় এপর্যন্ত কাউকে আটক কিংবা মোটরসাইকেল উদ্ধার করা যায় নি।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনজনের একটি টিম এই চুরিতে সম্পৃক্ত। প্রথমজন এসে মার্কেটের সামনে অবস্থান নেয়। এসময় মোটরসাইকেল চালক কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী চিকিৎসক ডাঃ হেমন্ত চন্দ্র পাল এসে মার্কেটের সামনে সাইকেল পার্কিং করে ভিতরে যান। এসময় দ্বিতীয় ব্যক্তি ডাঃ হেমন্তকে অনুসরণ করে ভিতরে যায়। তৃতীয় ব্যক্তিটি এসে সাইকেলের পাশে দাঁড়িয়ে ঘাঁড় ভেঙ্গে দিয়ে মার্কেটের সামনে দাঁড়িয়ে থাকে। ওইসময় প্রথমে এসে অবস্থানরত ব্যক্তি সাইকেলে বসে স্টার্ট দিয়ে দক্ষিণ বাজারের দিকে চলে যায়।
এবিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।