আশিজন খেলোয়াড়ের অংশগ্রহনে ২য় স্বাধীনতা কাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট সম্পন্ন

রুহুল চৌধুরী, টরন্টোঃ

গত বছরের অভূতপূর্ব সাফল্যের পর টরন্টোতে অনুষ্ঠিত সর্ববৃহৎ ব্যাডমিন্টন প্রতিযোগীতা “২য় স্বাধীনতা কাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০১৯” গত ৩১ মার্চ রবিবার অনুষ্ঠিত হয়ে গেলো স্কারবরোর এপিক স্পোর্টস্‌ ব্যাটমিন্টন স্টেডিয়ামে। স্বাধীনতার মাসে বাংলাদেশী কানাডিয়ান স্পোর্টস্‌ ক্লাব (BCSC) কর্তৃক আয়োজিত উক্ত টুর্ণামেন্টে সর্বমোট ৮০ জন খেলোয়াড় অংশগ্রহন করেন, যার মধ্যে আমেরিকার নিউ ইয়র্ক, মিশিগান, বাফেলো, কানাডার অটোয়া থেকে, কিংস্টন এবং কিচেনার থেকে খেলোয়াড়গন অংশগ্রহন করেন।

দুপুর ১১টার সময় বাংলাদেশ ও কানাডার জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া টুর্ণামেন্টের উদ্ভোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন BCSC পরিচালক মন্ডলীর পক্ষ থেকে জনাব একেএম জহির উদ্দিন, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশি বংশদ্ভোত স্কারবরো সাউথ-ওয়েস্টের এমপিপি ডলি বেগম।

এলিট লেভেলে (প্রধান স্থরে) গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ, এডভান্স লেভেলে (দ্বিতীয় স্থরে) গোল্ড ও সিলভার এবং স্টেন্ডার্ড লেভেলে (তৃতীয় স্থরে) গোল্ড ও সিলভার হিসাবে মোট সাতটি দলকে পুরস্কৃত করা হয়। এলিট লেভেলে গোল্ড হন আমেরিকার জাকারিয়া ও কাদির, সিলভার হন আমেরিকার মওলা ও শাওন, ব্রোঞ্জ হন আমেরিকার শাহা ও আলম। এডভান্স লেভেলে গোল্ড হন রুহুল ও ময়ূর, সিলভার হন শাব্বির ও মুরাদ, স্টেন্ডার্ড লেভেলে গোল্ড হন আবদাল ও আফসার এবং সিলভার হন আরিফ ও সাঈফ। খেলায় ম্যান অব দা টুর্ণামেন্ট হন আমেরিকার জাকারিয়া।

টুর্ণামেন্ট শেষে রাত আনুমানিক ১১টার দিকে পুরস্কার বিতরনী অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন টরন্টোর স্বনামধন্য উপস্থাপক তানবীর কোহিনূর। এই পর্যায়ে বাংলাদেশের গর্ব এমপিপি ডলি বেগম সহ দেশের জাতীয় দলের আশি ও নব্বই দশকের দুই কৃতি ফুটবলার মিজানুর রহমান মিজান ও রুমি করিমকে ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ফাইনাল খেলা পরিচালনা করেন অন্টারিও, কানাডা এবং ওয়ার্ল্ড চেম্পিয়ান লীগ (৫০+ ডাবল্স) এবং এপিক স্পোর্টস এর কোচ জেমি হার্লবার্ট ও দিল্লী স্টেইট ন্যাশনাল লীগের খেলোয়াড় এবং অন্টারিও কোচ অনিল।

সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ হাইকমিশনের কন্স্যুলেট জেনারেল (টরন্টো) জনাব নাইম উদ্দিন আহমেদ, নিউ ইয়র্ক থেকে আগত দেলোয়ার হোসেন, মিশিগান থেকে আগত সাহেল হুদা এবং খেলা পরিচালনা কমিটির কো-অর্ডিনেটর ছাদ চৌধুরী।

মোটট আটটি গ্রুপে বিভক্ত করে সম্পূর্ণ টুর্ণামেন্ট পরিচালনার তত্বাবদানে ছিলেন ছাদ চৌধুরী।  মোঃ নাসির আহমদ, তজমুল আলী, একেএম জহির উদ্দিন, মঈনূল ইসলাম, জুয়েল আহমদ মিঠু, জবরুল ইসলাম, ফয়ছল কবির টিটু, তুহিন মিয়া এবং মোঃ সাকিব।

সকল ছবির জন্য কৃতজ্ঞতা ইত্তেজা আহমেদ

 

শেয়ার করুন