দীঘিরপাড় থেকে মটর সাইকেল চুরি

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার দীঘিরপাড় থেকে একটি নাম্বার বিহীন জারা মোটরসাইকেল চুরি হয়েছে। ঘটনাটি ঘটে ৭ এপ্রিল দুপুর এক ঘটিকার সময়।

ঘটনার বিবরণে জানা যায়, শ্রীমঙ্গল উপজেলার আলিসারকুল গ্রামের রুবেল মিয়া তার বড় ভাইয়ের নামীয় জারা ব্রান্ডের নাম্বার বিহীন মটর সাইকেল নিয়ে দীঘিরপাড়স্থ খালা জবা বেগম বাড়ীতে যান। ঘরের সম্মুখে রাখিয়া খালা জবা বেগমের ঘরের ভিতর প্রবেশ করেন রুবেল। প্রায় আধাঘন্টা পর বতস ঘর থেকে বাহির হইয়া দেখেন মটর সাইকেলটি নেই। অনেক খোঁজাখুজি করে না পেয়ে ৮ এপ্রিল মৌলভীবাজার মডেল থানায় সাধারণ ডায়রী (ডায়রী নং-৪৪৩) করেন। যাহার চেসিস নং- ১৪৯৫০, ইঞ্জিন নং- ৪৬৫৯৪১, সিসি-১০০, রং লাল ও কালো।

শেয়ার করুন