কুলাউড়ায় স্মার্ট ভোটার কার্ড বিতরনের উদ্বোধন মঙ্গলবার

এইচ ডি রুবেল॥ কুলাউড়া উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন কার্যক্রম আগামীকাল মঙ্গলবার উদ্বোধন করা হবে। কুলাউড়া উপজেলা নির্বাচন অফিসার মোঃ আহসান ইকবাল জানান আগামীকাল মঙ্গলবার ৯ এপ্রিল থেকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন কার্যক্রম শুরু করে আগামী ১ জুলাই সম্পন্ন করা হবে। বিতরন কার্যক্রমের আওতায় কুলাউড়া পৌরসভাসহ ১৩ ইউনিয়নে পর্যায়ক্রমে বিভিন্ন তারিখে নির্দিষ্ট স্থানে সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার মোট ২ লাখ ২৪ হাজার ৫৯৪ জনের মধ্যে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন করা হবে।

নির্বাচন অফিসসুত্রে জানা যায় কুলাউড়া পৌরসভার ১৭ হাজার ৪৩৬ জনের মধ্যে ৯ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত কুলাউড়া পৌরসভা মিলনায়তনে,বরমচাল ইউনিয়নে ১১ হাজার ৮৩৬ জনের মধ্যে ১৫ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে, ভুকশিমইল ইউনিয়নে ১৪ হাজার ৯৩৪ জনের মধ্যে ১৮ এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে,বরমচাল ইউনিয়নে ১১ হাজার ৮৩৬ জনের মধ্যে ১৫ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে,ভাটেরা ইউনিয়নে ৯ হাজার ৬৮২ জনের মধ্যে ২৪ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে,কাদিপুর ইউনিয়নে ১৪ হাজার ৩৪৭ জনের মধ্যে ২৮ এপ্রিল থেকে ০২ মে পর্যন্ত ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে,রাউৎগাও ইউনিয়নে ১৩ হাজার ৩৯৬ জনের মধ্যে ০৪ মে থেকে ০৭ মে পর্যন্ত ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে,শরীফপুর ইউনিয়নে ১৪ হাজার ৪৫৩ জনের মধ্যে ০৯ মে থেকে ১২ মে পর্যন্ত ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে,হাজিপুর ইউনিয়নে ১৭ হাজার ৬৯৩ জনের মধ্যে ১৪ মে থেকে ১৮ মে পর্যন্ত ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে,টিলাগাও ইউনিয়নে ১৯ হাজার ৬৫২ জনের মধ্যে ২০ মে থেকে ২৩ মে পর্যন্ত ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ও ২৪ মে লংলা চা-বাগান প্রাথমিক বিদ্যালয়ে,কুলাউড়া ইউনিয়নে ১০ হাজার ৪৮৩ জনের মধ্যে ২৬ মে থেকে ২৭ মে পর্যন্ত শাহ সুন্দর উচ্চ বিদ্যালয়ে ও ২৮ মে অগ্রনী উচ্চ বিদ্যালয়ে,জয়চন্ডি ইউনিয়নে ১৯ হাজার ৯৪৫ জনের মধ্যে ৩০ মে থেকে ৯ জুন পর্যন্ত পুষাইনগর আল হেরা ইসলামিক একাডেমী ও ১০ জুন থেকে ১১ জুন পর্যন্ত জয়চন্ডি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে, ব্রাহ্মনবাজার ইউনিয়নে ২০ হাজার ২৭ জনের মধ্যে ১৩ জুন শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে, ১৪ জুন থেকে ১৬ জুন পর্যন্ত ব্রাহ্মনবাজার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ও ১৭ জুন হিঙ্গাজিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে,পৃথিমপাশা ইউনিয়নে ১৯ হাজার ২৩৬ জনের মধ্যে ১৯ জুন থেকে ২২ জুন পর্যন্ত ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ও ২৩ জুন গজভাগ আহমদ আলী স্কুল এন্ড কলেজে এবং কর্মধা ইউনিয়নে ২১ হাজার ৪৭৪ জনের মধ্যে ২৫ জুন থেকে ২৬ জুন পর্যন্ত টাট্টিউলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ও ২৭ জুন থেকে ০১ জুলাই পর্যন্ত ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন করা হবে।

শেয়ার করুন