কমলগঞ্জ সংবাদদাতা:
ঘড়ির কাটায় তখন ভোর ৪ টা। হঠাৎ আগুনের শিখা দেখে হতম্বভ রামিয়া কুর্মী। পরিবারের সদস্যদের নিয়ে কোনমতে ঘর হতে বের হলেন। কিন্তু আর আগেই আগুনের পুড়ে ছাই হয়ে যায় চা শ্রমিকের বসতঘরসহ মালামাল। প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাটি ৮ এপ্রিল মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পাত্রখোলা চা বাগানে বড় লাইনে ভোর রাতে ঘটে।
ক্ষতিগ্রস্ত চা শ্রমিক রামিয়া কুর্মী জানান, রাতের খাবার শেষে পরিবারে সবাই ঘুমিয়ে পড়ি। হঠাৎ ভোর রাতে আগুনের তাপে ঘুম থেকে জেগে উঠি দেখি সর্ম্পুন্ন ঘরে আগুন কোন রকমেই পরিবারের লোকজনকে নিয়ে ঘর থেকে দ্রুত বের হই। কিন্তু চোখের সামনেই সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। ঘরের কোন মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। কি কারনে আগুন তা বলতে পারেনি। আগুনে প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়েছে বলে চা শ্রমিক রামিয়া জানান। মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান পুস্প কুমার কানু আগুন লাগার ঘটনা নিশ্চিত করেছেন।