বোরকায় ঢেকে স্বামীকে রেষ্টুরেন্টে নিয়ে গেলেন পাকিস্তানি নারী

তিনি বলেন, এটা আমার সুন্দরী স্বামী। আপনারা দেখতে পাচ্ছেন না, কতোটা সুন্দর সে। কারণ তার সৌন্দর্য ঢাকা পড়ে আছে। আমারই কেবল তার ওপর অধিকার রয়েছে। তার সবকিছু, সাফল্য, স্বপ্ন এমনকি তার পুরো জীবনটাই আমার কাছে বাঁধা পড়ে আছে। ওর দিকে কুনজর দেওয়াটা পাপ।

সঙ্গীকে নিয়ে রেস্টুরেন্ট কিংবা ক্যাফেতে খেতে গিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা আজকাল একটি নৈমিত্তিক ব্যাপার। সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করা এমনই একটি ছবি ভাইরাল হয়েছে।

গত শনিবার ইনস্টাগ্রামের ‘দ্য মিউলি ওয়েডস’ পেজ থেকে শেয়ার করা হয় ছবিটি।

ছবিতে দেখা যাচ্ছে, রেস্টুরেন্টে বসে আছেন এক দম্পতি। তবে বেশভূষায় রয়েছে একটু ভিন্নতা। বোরকা সাধারণত নারীদের পোশাক হলেও ছবিটিতে বোরকার আড়ালে রয়েছেন স্বামী।

এভাবেই পুরুষতান্ত্রিক সমাজের লিঙ্গবৈষ্যম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন ওই পাকিস্তানি তরুণী। মজার ছলে ছবির সঙ্গে জুড়ে দিয়েছেন নিজের মনের কিছু কথাও। ঝাঁঝালো ব্যাঙ্গাত্মক উক্তিতে নারী-পুরুষের সামাজিক ভেদাভেদের আসল ছবিটা তুলে ধরেছেন সেখানে।

ইন্সটাগ্রাম পোস্টে ওই তরুণী জানান, একদিন রাতে পাকিস্তানের একটি অভিজাত রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন তারা।

তিনি লিখেছেন, “এটা আমার সুন্দরী স্বামী। আপনারা দেখতে পাচ্ছেন না, কতোটা সুন্দর সে। কারণ তার সৌন্দর্য ঢাকা পড়ে আছে। আমারই কেবল তার ওপর অধিকার রয়েছে। তার সবকিছু, সাফল্য, স্বপ্ন এমনকি তার পুরো জীবনটাই আমার কাছে বাঁধা পড়ে আছে। ওর দিকে কুনজর দেওয়াটা পাপ। তাই আমি চাই ও বাইরে না বেরিয়ে ঘরেই থাকুক। কারণ, দুনিয়াটা ভাল জায়গা নয়। তবে আমার সঙ্গে বাইরে গেলে অবশ্য ঠিক আছে।”

https://www.instagram.com/themewlyweds/?utm_source=ig_embed

শেয়ার করুন