বিশেষ প্রতিবেদক.
মৌলভীবাজারের বড়লেখার উপজেলার দাসেরবাজার এলাকায় রাস্তার গর্তে জমা বৃষ্টির পানি নিষ্কাশন করা হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে স্থানীয় লোকজন শ্যালো মেশিন বসিয়ে গর্তের পানি নিষ্কাশন করেন।
ফলে রাস্তা দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। গত কয়েকদিনের বৃষ্টিপাতে সড়কটির গর্তে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে যানবাহন চলাচল ব্যাহত হয়। ফলে দুর্ভোগে পড়েন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দাসেরবাজার-বর্ণি সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষজন যাতায়াত করেন। সড়কটি দীর্ঘদিন ধরে মেরামত না করায় বিভিন্নস্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়। গত কয়েকদিনের প্রচুর বৃষ্টিপাতে রাস্তার গর্তগুলোতে পানি জমে। এতে সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে বিকল হয়ে পড়ে।
যার কারণে চরম দুর্ভোগে পড়েন স্থানীয় লোকজন। এলাকার লোকজন বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষে জানান। কিন্তু তাতে কোনো সাড়া না পেয়ে মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে স্থানীয় লোকজন নিজেদের টাকায় শ্যালো মেশিন দিয়ে রাস্তার গর্তে জমা পানি সেচে নিষ্কাশন করেন।
এব্যাপারে বড়লেখা উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষণ পাল মঙ্গলবার রাতে বলেন, ‘স্থানীয় এক ব্যক্তি রাস্তাটির এক পাশে মাটি ভরাট করেছেন। যার কারণে বৃষ্টির পানি নামতে না পেরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ বিষয়টি নিয়ে স্থানীয় চেয়াম্যানের সাথে কথা হয়েছে। রাস্তাটি সংস্কারের জন্য ঊধ্বর্তন কর্তৃপক্ষ বরাবরে স্ক্রীম প্রেরণ করা হয়েছে। আগামি মাসে টেন্ডার হওয়ার কথা রয়েছে।’