ইফতার ও সেহরী সামগ্রী বিতরণের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে এক আলোচনা

 

সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজার সোস্যাল ক্লাবের উদ্যোগে অসহায় অতিদরিদ্র রোজাদারদের মাঝে ইফতার ও সেহরী সামগ্রী বিতরণের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার বাদ মাগরিক মৌলভীবাজার চৌমহনাস্থ দাওয়াত রেষ্টেুরেন্টে ক্লাবের উপদেষ্ঠা সৈয়দ আবুল বাসার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ক্লাবের দেশীয় সদস্য সদস্য জুয়েল আহমদ এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী সংগঠনের অন্যতম উপদেষ্ঠ শেখ সামছু তালুকদার। আলোচনায় অংশ গ্রহণ করেন মো: আব্দুল কাইয়ুম, তাজুল চৌধুরী, সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ, মো: আব্দুল মুকিত, মো: মতিউর রহমান শিমুল, সৈয়দ আব্দুল হাই, মো: মিলাদ তালুকদার,মফিজুর রহমান, মো: আব্দুস শহিদ মোহাম্মদ আবুল কালাম আজাদ, সাহাদ আহমদ (মেম্বার) ও মো: রুশেব প্রমুখ।
আলোচনা সভায় অসহায় অতিদরিদ্র রোজাদার প্রতি পরিবারের মাঝে ২হাজার টাকা মুল্যের ইফতার ও সেহরীর বিভিন্ন সামগ্রী বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়।

শেয়ার করুন