ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

“প্রেস বিজ্ঞপ্তি”

এপ্রিল ১০, ২০১৯ খ্রি.

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার স্কুল চৌমুহনী, জুড়ী রোড, মৌলভীবাজার রোড, উছলাপাড়া, গাজীপুর চৌমুহনীসহ বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫ টি প্রতিষ্ঠানকে ১১ হাজার ৩ শত টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার (১০ এপ্রিল) সকাল ১১:০০ টা থেকে ২:০০ টা পর্যন্ত ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন কুলাউড়া থানার পুলিশ ফোর্স। অভিযানকালে স্কুল চৌমুহনীতে অবস্থিত মেসার্স রিপন গ্যাস হাউজকে ২ হাজার টাকা, জুড়ী রোডে অবস্থিত কিচেন জোনকে ২ হাজার টাকা, মৌলভীবাজার রোডে অবস্থিত জনতা এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা, উছলাপাড়াতে অবস্থিত সুরুচী বেকারীকে ৫ হাজার টাকা, গাজীপুর চৌমুহনীতে অবস্থিত সিরাজ স্টোরকে ৩ শত টাকাসহ মোট ১১ হাজার ৩ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে মেয়াদ উর্ত্তীণ খাদ্য পণ্য বিক্রয় করা, মূল্য তালিকা না রাখা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করা, যথাযথ কতৃপক্ষের কাছ থেকে লাইসেন্স সংগ্রহ না কর, বিস্কোরক আইনের শর্ত লংঘনকরে ঝঁকিপূর্ণভাবে রাস্তার পাশে গ্যাস সিলিন্ডার রেখে বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করা হয়।

শেয়ার করুন