বিমানবন্দরের মেঝেতে ঘুমাচ্ছেন ধোনি ও তাঁর স্ত্রী!
খেলা ডেস্ক.
কলকাতাকে কাল হারিয়ে আজ সকালেই পরের ম্যাচ খেলতে বিমান ধরতে ছুটেছেন ধোনিরা। আইপিএলে দম নেওয়ার ফুরসত পাচ্ছেন না ক্রিকেটাররা
আইপিএল ম্যাচের পর সকালে ফ্লাইট থাকলে এমন অবস্থাই হয়’, এমন ক্যাপশন লিখে ইনস্টাগ্রামে ছবি দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ছবিতে দেখা যাচ্ছে চেন্নাই বিমানবন্দরের মেঝেতে ঘুমোচ্ছেন ধোনি। স্ত্রী সাক্ষীও আছেন ধোনির পাশে।
আইপিএলে টানা ম্যাচ খেলতে হচ্ছে ক্রিকেটারদের। ছুটতে হচ্ছে এক প্রদেশ থেকে আরেক প্রদেশ। এক মাঠ থেকে আরেক মাঠে। ব্যাট-বলের লড়াইয়ের পর খেলোয়াড়েরা পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার সুযোগ পাচ্ছেন না। ধোনির ছবি বলে দিচ্ছে, কী দৌড়ের ওপর তাঁরা আছেন!
কলকাতা নাইট রাইডার্সকে কাল রাতে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে ধোনির চেন্নাই সুপার কিংস। কলকাতাকে হারিয়ে আজ সকালেই পরের ম্যাচ খেলতে বিমান ধরতে ছুটেছেন ধোনিরা। কালই রাজস্থান রয়্যালসের ঘরের মাঠে নামবে চেন্নাই। জয়পুরে রাজপুতদের শহরে পা রাখার আগে ক্যাপ্টেন কুলের ছবিটা বেশ আলোড়ন তুলেছে। ছবিটা যেন আইপিএলের ভীষণ ব্যস্ততাই তুলে ধরেছে। রাতের ম্যাচগুলো শেষ হতে হতে রাত ১২টা বেজে যাচ্ছে। থাকছে পুরস্কার বিতরণী অনুষ্ঠানসহ আরও কিছু আনুষ্ঠানিকতা। সব সেরে হোটেলে ফিরতে ফিরতে মধ্যরাত। বিশ্রাম না নিতেই ফ্লাইট ধরার তাড়া। আইপিএল শুধু ব্যাটে-বলের লড়াই নয়, দমেরও খেলা।