এসএমপির শাহ্পরাণ থেকে ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯ জালালাবাদ বার্তা ডট কম । প্রকাশিতকাল: 12 April 2019, 7:40 am ১১ এপ্রিল ২০১৯ ইং তারিখ দুপুর ০২:৫৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানী, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান এর নেতৃত্বে এসএমপির শাহ্পরাণ থানা এলাকায় গ্রেফতার অভিযান পরিচালনা করে। অভিযানে এসএমপির শাহ্পরাণ থানাধীন হযরত শাহ্্পরাণ (রাঃ) মাজার গেইট সংলগ্ন ইসলামিয়া রেষ্টুরেন্টের সামনে পাকা রাস্তার উপর থেকে ৩৭৮ পিছ ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯। গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা- মোঃ আক্তার হোসেন (৩৪), পিতাঃ মৃত আব্দুল ছায়াদ, সাং-চিলাউড়া, পোঃ চিলাউড়া বাজার, থানাঃ জগন্নাথপুর, জেলাঃ সুনামগঞ্জ, বর্তমানে- দিগন্ত আবাসিক এলাকা, দিগন্ত মসজিদের পাশে, থানাঃ শাহ্্পরাণ, জেলাঃ সিলেট। গ্রেফতারকৃত আসামীকে এসএমপির শাহ্পরাণ থানায় হস্তান্তর করা হয়েছে। শেয়ার করুন Twitter Facebook Google+ Pinterest LinkedIn Tumblr Email