ঢাকাস্থ ইতালীয়ান দূতাবাসের বিরুদ্ধে রোম ট্রাইব্যুনালে আইনি লড়াই

জালালাবাদবার্তা.কম, ইতালী প্রতিনিধিঃ

অবশেষে আদালতে গড়িয়েছে ঢাকাস্থ ইতালীয়ান দূতাবাস ও তাদের নিয়োগকৃত ভিসা এজেন্সি ভি এফ এস গ্লোবালের স্ক্যান্ডাল বাংলাদেশ ও ইতালী উভয় দেশের আদালতের শরণাপন্ন হওয়ার অংশ হিসেবে, গত বছরের ডিসেম্বরে জালালাবাদ এসোসিয়েশন ইতালীর সভাপতি অলিউদ্দিন শামীম রোমের আদালতে মামলা দায়ের করেন। তিনি বলেন আমি নিজেই হয়রানির শিকার ২০১৫ সালে আমার পরিবারের দুই জন সদস্যকে ইতালী নিয়ে আসার জন্য রোম ফ্রেপেত্তুরায় আবেদন করি তখনই ইতালীয়ান প্রশাসন আমার সকল কাগজ পত্র যাচাই বাছাই করে সব কিছু ঠিকঠাক দেখে দুই মাসের মধ্যে আমাকে নুলাওস্থা প্রদান করেন। আমি সাথে সাথে বাংলাদেশ পাঠিয়ে দেই এবং অল্প কিছু দিনের মধ্যেই ঢাকায় ইতালীয়ান দূতাবাসের নিয়োগ কৃত এজেন্সি ভি এফ এস গ্লোবাল এর মাধ্যমে ২০১৫ সালের ২৩ডিসেম্বর ভিসার জন্য আবেদন করা হয় তারপর অপেক্ষার পালা যেন আর শেষ নেই দুই বছর অপেক্ষা করে ২০১৮ সালের প্রথম দিকে আইনজীবীর মাধ্যমে ঢাকাস্থ ইতালীয়ান দূতাবাসে প্রথম চিঠি পাঠাই ভিসা প্রদানে কেন গাফিলতি হচ্ছে জানতে। সাথে সাথে টনক নড়ে দূতাবাসের শুরু হয় তদন্ত অযথা হয়রানি করা হয়, তদন্ত প্রতিবেদনে সব কিছু ঠিকঠাক আছে বলে প্রকাশ করা হয়। তখনই নিশ্চিত অল্প কিছু দিনের মধ্যেই পাসপোর্ট ডেলিভারি পাওয়া যাবে কিন্তু না আরোও ৬মাস গড়িয়ে গেল কোন খবর নাই আবার ও আইনজীবীর মাধ্যমে ২য় চিঠি পাঠালাম সেই একই কাহিনী আবার অধিকতর তদন্ত এবং জমাকৃত সার্টিফিকেট গুলি আবার নতুন ভাবে জমা দিতে হবে কারণ ২ বছরে সার্টিফিকেট গুলি মেয়াদ শেষ হয়ে গেছে তখনও সব কিছু ঠিকঠাক আছে বলে প্রতিবেদনে প্রকাশ করা হয় তারপর শুধু হয়রানি আজ কাল করে সময় ক্ষেপণ করা আবার কখনও ফোনে যোগাযোগ করে বিভিন্ন স্থানে যোগাযোগের পরামর্শ প্রদান করা এই করে আজ ৪টি বছর অতিবাহিত হয়ে গেল কিন্তু আজও পাসপোর্ট ফেরত পাওয়া যায় নি আর কোন উপায় না পেয়ে শেষ পর্যন্ত আইনের আশ্রয় নিতে বাধ্য হলাম,এইটা শুধুমাত্র বাংলাদেশেই সম্ভব যে একটি দূতাবাস পাসপোর্ট ৪বছর পর্যন্ত আটকিয়ে রাখতে পারে,পৃথিবীর অন্য কোথায়ও সম্ভব নয়। আজ আমরা নিরব ভূমিকা পালন করি বিধায় এসব তাদের পক্ষে সম্ভব হয়। এখন থেকে আমি অনুরোধ করব ইতালী প্রবাসী বাংলাদেশী যারা আমার মতো ভুক্তভোগী সবাই সোচ্চার হয়ে আইনি লড়াই করে নিজের অধিকার আদায় করতে হবে। আর আমরা নিরব ভূমিকা পালন করলে সবাই এভাবে হয়রানির শিকার হবেন।

শেয়ার করুন