বর্ণাঢ্য আয়োজনে সংঙ্গীত সন্ধ্যা করলো সিলেট বিভাগীয় সাংস্কৃতিক গোষ্টি কুয়েত

নিজস্ব প্রতিনিধি:

প্রবাসের মাটিতে বহু সংস্কৃতির মাঝে বেড়ে উঠা সন্তানদের আপন মহিমায় বাংলাদেশের কৃষ্টি-কালচার, সংস্কৃতি ও শিকড় কে আঁকড়ে ধরে রাখার প্রয়াসকে তুলে ধরতেই প্রতিবছরের ন্যায় এবারও জাঁকজমকপূর্ণভাবে সিটি থেকে অনেক দুরে খামার ও কৃষিফার্ম অধ্যুসিত এলাকায় এ আয়োজন করা হয়।

রাত ১১ টা থেকে শুরু করে ভোররাত ৩:৩০ পর্যন্ত চলতে থাকে গাঁন ও নাচের মাধ্যমে পরিণত হয় আনন্দ উৎসবে।
সংগঠনের সাধারন সম্পাদক শেখ নিজামুর রহমান টিপু’র সাবলিল উপস্হাপনায় গাঁন পরিবেশন করেন স্হানীয় প্রবাসী বাংলাদেশী গুনি শিল্পীরা তাদের মধ্যে অন্যতম শিল্পী রুনা আক্তার কেয়া, সোহাগ আহমেদ, লিমন আহমেদ, আনসারী আহমেদ, ফখরুল ইসলাম বিপ্লব, সন্তষ ও নৃত্য ছিলেন ইসরাত।

অনুষ্টান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নৃতবৃন্দেরা উপস্হিত ছিলেন। মরুর বুকে সবুজের সমারোহের সাথে প্রবাসে বেড়ে উঠা শিশু-কিশোরদের সম্পর্কের সেতুবন্ধন সৃষ্টি করতেই ফার্ম এলাকায় এই সংঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা।

 

শেয়ার করুন