শ্রীমঙ্গলে থেকে বিষাক্ত শঙ্খিনি সাপ উদ্ধার

শ্রীমঙ্গল প্রতিনিধি :: শ্রীমঙ্গলে একটি বিষাক্ত শঙ্খিনি সাপ উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার উপজেলার পশ্চিম পাত্রিকুল গ্রাম থেকে বিষাক্ত এ সাপটি উদ্ধার করা হয়।

শ্রীমঙ্গলের বাংলাদেশ বণ্যপ্রানী সেবা ফাউণ্ডেশনের পরিচালক সজল দেব জানান, শুক্রবার উপজেলার পশ্চিম পাত্রিকুল গ্রাম থেকে বিষাক্ত এ সাপটি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, বনাঞ্চল থেকে সাপটি লোকালয়ে এসে শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম পাত্রিকুল গ্রামের কুতুব মিয়ার বাড়িতে একটি বসতঘরে ঢুকে পড়ে। 

পরে এলাকাবাসী বণ্যপ্রানী সেবা ফাউণ্ডেশনে খবর দিলে ফাউণ্ডেশনের পরিচালক সজল দেব ঘটনাস্থল থেকে সাপটি উদ্ধার করে বন্যপ্রানী সেবা ফাউণ্ডেশনে নিয়ে আসে।

সাপটিকে এখন সেবাশ্রমের একটি খাচায় রাখা হয়েছে। সুবিধাজনক সময়ে সাপটিকে লাউয়াছড়া জাতীয় পার্কে ছেড়ে দেয়া হবে বলে জানান পরিচালক সজল দেব।

শেয়ার করুন