খ ম জুলফিকার, মৌলভীবাজার প্রতিনিধিঃ
ফেনীর সোনাগাজি ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী ও আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফির ওপর নৃশংস নির্যাতন এবং হত্যাকান্ডের অধ্যক্ষসহ জড়িত সকলের ফাঁসির দাবিতে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার মানববন্ধন অনুষ্টিত হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) বিকেলে শহরের চৌমহনা পয়েন্টে মানববন্ধন টি সম্পন্ন হয় হয়। মহিলা ফোরাম মৌলভীবাজার জেলা সংগঠক বিপাশা দাশ গুপ্তের সভাপতিত্বে এবং ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি মিটন দেবনাথ এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ জেলা সদস্য সচিব মুজাহিদ আহমেদ, ছাত্র ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক রায়হান আনসারি, ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার সরকারি কলেজ সভাপতি বিশ্বজিৎ নন্দী এবং চারণ সাংস্কৃতিক কেন্দ্র জেলা সংগঠক সজিবুল ইসলাম তুষার প্রমুখ। এসময় বক্তারা, নুসরাত হত্যার সাথে জড়িত সকলের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দেওয়ার দাবি জানান।