বড়লেখায় নতুন ইউএনও শামীম আল ইমরান

মৌলভীবাজার প্রতিনিধি.
মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো. শামীম আল ইমরান। বিদায়ী ইউএনও মোহাম্মদ সুহেল মাহমুদের কাছ থেকে নতুন কর্মস্থলের দায়িত্বভার গ্রহণ করেছেন তিনি। সুহেল মাহমুদ জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এডিসি হিসেবে যোগদান করেছেন।
খোঁজ জানা গেছে, নবাগত ইউএনও মো. শামীম আল ইমরান হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার জিলালপুর গ্রামের বাসিন্দা। এর আগে তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও এক কন্যা সন্তানের জনক।
নবাগত ইউএনও দায়িত্ব পালনে প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলার ও উপজেলার সাংবাদিকসহ সকলের কাছে সহযোগিতা কামনা করেছেন।
শেয়ার করুন