»এক্সক্লুসিভ»বড়লেখায় আনন্দ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
বড়লেখায় আনন্দ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
জালালাবাদ বার্তা ডট কম ।
প্রকাশিতকাল:
মৌলভীবাজার প্রতিনিধি.
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় আনন্দ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
১৩এপ্রিল শনিবার বিকেলে গাজিটেকা আইলাপুর ফুটবল মাঠে খেলা অনুষ্ঠিত হয়। এতে মাইজপাড়া ফুটবল ক্লাব ২-০ গোলে চুকারপুঞ্জি ফুটবল ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
ফুটবল টুর্নামেন্টে পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেনর সভাপতিত্বে ও পৌর যুবলীগের সভাপতি জসিম উদ্দিনের সঞ্চালানায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারশনের সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।
বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, থানার অফিসার ইনচার্জ মো. ইয়াছিনুল হক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক গোপাল দত্ত, সাবেক মেয়র ফখরুল ইসলাম, পৌর কাউন্সিলর আব্দুল মালিক ঝুনু, আব্দুল মতিন, সমাজসেবক আব্দুল করিম, কোয়াব বড়লেখা উপজেলা শাখার সভাপতি ছালেহ্ আহমদ জুয়েল প্রমুখ।