সিরাজুল ইসলাম’এর মৃত্যুতে মৌলভীবাজার জেলা এসোসিয়েশন টরন্টোর শোক প্রকাশ

জালালাবাদবার্তা.কমঃ

মৌলভীবাজার জেলা এসোসিয়েশন টরন্টোর কার্যকরি সদস্য জহিরুল ইসলাম সাহেবের বড় ভাই সিরাজুল ইসলাম সাহেব ১৪ই এপ্রিল বাংলাদেশ সময় রাত ১১টার সময় মৌলভীবাজার শহরের একটি হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিঊন। দীর্ঘদিন ধরে তিঁনি বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। মৃত্যুকালে তিনিঁ ৪মেয়ে ২ছেলে সহ অশংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন।

মরহুমের জানাজার নামাজ ১৫ই এপ্রিল উনার নিজ গ্রাম মৌলভীবাজার জেলাধীন রাজনগর উপজেলার গোবিন্দবাটি গ্রামে সকাল ১১টা ১৫মিনিটের সময় অনুষ্ঠিত হইবে। মরহুমে পরিবারের পক্ষ থেকে উক্ত জানাজার নামাজে উপস্থিত থাকার জন্য সকল মুসলমান ভাইদের দাওয়াত জানানো হয়েছে।

মৌলভীবাজার জেলা এসোসিয়েশন টরন্টোর সভাপতি দেওয়ান আব্দুল গফরান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি রজত পাল এবং লায়েকুল হক চৌধুরী এবং সাধারন সম্পাদক সৈয়দ মাহবুব জনাব সিরাজুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। সভাপতি ও সাধারন সম্পাদক সহ এসোসিয়েশনের পক্ষ থেকে তাঁর আত্মার মাগফেরাত কামনা করা হয়।

শেয়ার করুন