বাংলাদেশ স্কাউটস, গোলাপগঞ্জ উপজেলার সভা

মাহফুজ চৌধুরী, সিলেটঃ

বাংলাদেশ স্কাউটস, গোলাপগঞ্জ উপজেলা আয়োজনে প্রাথমিক বিদ্যালয়ের প্রধানদের দল গঠন ও পরিচালনা  সংক্রান্ত উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

১১ এপ্রিল ২০১৯ (বৃহস্পতিবার) উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস, গোলাপগঞ্জ উপজেলা সভাপতি জনাব মামুনুর রহমান।

উপজেলা শিক্ষা অফিসার ও বাংলাদেশ স্কাউটস, গোলাপগঞ্জ উপজেলা সহ-সভাপতি জনাব দেওয়ান নাজমুল আলমের সভাপতিত্বে এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার পারভেজ তালুকদারের পরিচালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা স্কাউটস সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী।

বক্তব্য রাখেন ইউআরসি ইন্সট্রাকটর মফিজ উদ্দিন ভূইয়া, বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের প্রাক্তন ডিআরসি(টি) জনাব আব্দুল আজিজ এলটি, জেলা কাব লিডার জনাব ময়নুল হক প্রমুখ।

শেয়ার করুন