কমলগঞ্জে দুই ট্রান্সফরমার চোর আটক

কমলগঞ্জ প্রতিনিধি. 
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ট্রান্সফরমার চুরির সাথে জড়িত থাকার অভিযোগে দুই ট্রান্সফরমার চোরকে আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ। আটক দ্ইুজনের নাম ওয়াসিম মিয়া(২২) ও রমিজ উল¬্যা (৩০)। রবিবার রাতে তাদেরকে আটক করা হয়।
কমলগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়,বিগত কয়েক মাস ধরে কমলগঞ্জে পল্লী বিদ্যুত সমিতির ট্রান্সফরমার চুরি বৃদ্ধি পেয়েছে। ১৭টি ট্রান্সফরমার চোর দল চুরি করে নিয়েছে যায়। পল্লী বিদ্যুত সমিতি কমলগঞ্জ থানায় মামলা দায়ের করে। পুলিশ তদন্ত করে ট্রান্সফরমার চুরির সাথে জড়িতদের গ্রেফতার করতে তৎপর হয়ে উঠে। রবিবার ট্রান্সফরামর চুরির সাথে জড়িত থাকার অভিযোগে রবিবার রাতে বাল্লারপার গ্রামের কনা মিয়ার ছেলে ওয়াসিম মিয়া(২২) ও রাজারগাঁও গ্রামের মৃত কুদরত উল্লার ছেলে রমিজ উল¬্যা (৩০) কে আটক করে।
কমলগঞ্জ থানার এসআই ফরিদ মিয়া বলেন, আটক দু’জন আন্তঃজেলা ট্রান্সফরমার চোর চক্রের সঙ্গে র্দীঘ দিন ধরে জড়িত। এদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা আছে।
শেয়ার করুন