শ্রীমঙ্গলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সিরাজ ড্রাইভার খুন ! আহত -১

ঘাতক আহাদ মিয়া

 

মৌলভীবাজার প্রতিনিধি.
কথা কাটাকাটির জের ধরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভূনবীর ইউনিয়নে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সিরাজ মিয়া (৪৫) নামে একজন খুন হয়েছেন। এ সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন তার ভাই সিএনজি চালক রহমান মিয়া। তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘাতক আহাদ মিয়া একই গ্রামের চেরাগ আলীর ছেলে।
১মে বুধবার রাত সাড়ে ৯টার দিকে শ্রীমঙ্গল উপজেলার লছনা এলাকার আমরাইল চা বাগান সড়কে ঘাতক আহাদ মিয়ার মুদির দোকানে এঘটনা ঘটে। নিহত সিরাজ উপজেলার ভূনবীর ইউনিয়নে পশ্চিম লইয়ারকুল গ্রামে বাসিন্দা।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক মো.সোহেল রানা রাতে  এতথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ৩০এপ্রিল শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নে পশ্চিম লইয়ারকুল এলাকায় চতুর্থ শ্রেণির এক ধর্ষিত ছাত্রীকে নিয়ে পয়লা মে বুধবার রাত ৯টার দিকে বাবার সামনে বাজে মন্তব্যে করে ঘাতক আহাদ মিয়া। এসময় মেয়ের বাবা ও চাচা সিরাজ মিয়া ড্রাইভার প্রতিবাদ করলে আহাদ ক্ষিপ্ত হয়ে তাদেরকে ছুরিকাঘাত করে। ঘাতক আহাদ মিয়া ছুরি দিয়ে মুখে ও বুকে আঘাত করে পালিয়ে যায়। তাদের চিৎকারে আশপাশের স্থানীয়রা এসে দ্রুত তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তারমধ্যে অধিক রক্তক্ষরণে সিরাজ মিয়ার মৃত্যু হয়। আহত রহমানকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘাতক আহাদ মিয়াকে গ্রেফতারের জন্য পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন,লাশ উদ্ধার করে ময়না তদন্তের আজ সকালে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। এব্যাপারে থানায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
এদিকে, খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল ঘটনাস্থলে পরিদর্শন করছেন।
অপরদিকে, শ্রীমঙ্গল থানার ওসি কে এম নজরুল ইসলাম হত্যাকারীকে ধরিয়ে দিন ৫০ হাজার টাকা পুুরস্কার ঘোষণা করেছেন।
শেয়ার করুন