অজন্তা চৌধুরী, টরন্টোঃ
বিগত সালের সাফল্যের ধারাবাহিকতায় ৫ম বাংলাদেশ পথমেলা একটি নতুন মাইল ফলক স্থাপন করবে ২০১৯ এ, এই লক্ষ্যে গত সোমবার (২৯ এপ্রিল ২০১৯) হয়ে গেলো একটি প্রস্তুতি সভা। বাংলাদেশ কমিউনিটি এবং সাংস্কৃতিক মন্ডলের উল্লেখযোগ্য ব্যাক্তিবর্গ উপস্থিত থেকে নবনির্বাচিত কমিটিকে উৎসাহ প্রদান করেন। ৫ম বাংলাদেশ পথমেলার কার্যকরী কমিটিতে যাঁদের নির্বাচন করা হয়েছে তাঁরা হলেন কনভেনর কোহিনূর ইসলাম তানবীর, চিফ কোঅর্ডিনেটর মুস্তাফিজুর রহমান জুয়েল, ফিন্যান্স কোঅর্ডিনেটর শংকর দে, কালচারাল কোঅর্ডিনেটর সাইদ চৌধুরী দিপু, স্পন্সর কোঅর্ডিনেটর রুমান চৌধুরী, স্টল কোঅর্ডিনেটর সবুজ চৌধুরী এবং মিডিয়া ও পাবলিসিটি কোঅর্ডিনেটর অজন্তা চৌধুরী। প্রস্তুতি সভায় ৫ম বাংলাদেশ পথমেলার টাইটেল স্পন্সর হিসাবে মনির বিল্ডার্সের মনির ইসলাম কে বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়।
উল্লেখ্য, বাংলাদেশ পথমেলার এই আয়োজনটি অনুষ্ঠিত হবে ১লা জুলাই ২০১৯। আয়োজনটিকে নানাভাবে ব্যাতিক্রমী করে তুলতে এবং বরাবরের মতো সাফল্যমন্ডিত করে তুলতে বর্তমান কমিটি ইতিমধ্যেই ব্যস্ত সময় কাটাচ্ছেন। কিছু দিনের মধ্যেই পুর্ণাঙ্গ কমিটি এবং আয়োজনে অংশগ্রহণকারী শিল্পীদের একটি পূর্ণ তালিকা প্রকাশ করা হবে। সবার সহযোগিতা একান্তভাবে কাম্য।
যোগাযোগ করুন:
বিজ্ঞাপনেরজন্য 647 891 5446, 416 452 6735 ,647 501 0249
স্টলেরজন্য 416 836 8287
সাংস্কৃতিক 416 822 7120