কমলগঞ্জে চুরির উপদ্রব বৃদ্ধি সাতটি দোকানে দূর্ধর্ষ চুরি সংঘঠিত

মৌলভীবাজার প্রতিনিধি.
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য্য রথেরটিলা বাজারে একই রাতে পাশাপাশি সাতটি দোকানে দূর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ মে) ভোররাতে উপজেলা শ্রীসূর্য্য রথেরটিলা বাজারে এ চুরির ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার দিবাগত রাতে শ্রীসূর্য্য রথেরটিলা বাজারের নাবিল এন্ড তানিয়া স্টোর, বিসমিল্লাহ স্টোর, ইরফান মিয়ার চায়ের দোকান, জননী স্টোর, জুনেদ মিয়ার ফার্নিচারের দোকান, কয়েছ মিয়ার চায়ের দোকান, স্থানীয় বেসরকারী সংস্থা চাঁদের হাসি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিঃ এর দরজা ও সাটার ভেঙ্গে মালামাল লুট করিয়ে পালিয়ে যায় সংঘবদ্ধ চোর চক্র। ৭টি দোকানে প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয় চোরেরা।
নাবিল এন্ড তানিয়া স্টোরের মালিক ফুটিকুল ইসলাম জানান, এবার চোরচক্র তার দোকান থেকে ২ হাজার টাকার সামগ্রী লুট করে নেয়। এরআগে মার্চ মাসে ২৯ হাজার টাকার মালামাল লুটে নেয় চোর চক্র।
অভিযোগ রয়েছে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো.শাহ আলম কর্মস্থলে যোগদান করার পর থেকে চুরি-ডাকাতি বেড়ে যায়। দুই মাসে প্রায় ১৫/২০টি চুরি-ডাকাতির ঘটনা ঘটেছে বলে তারা জানান।
কমলগঞ্জ থানার শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী বলেন,‘বিষয়টি রহস্যজনক বলে মনে হয়েছে। তবে এ বিষয়ে কোন দোকানি মািলক লিখিত অভিযোগ দিচ্ছেন না। তারপরও পুলিশ তদন্ত করে দেখবে।’
শেয়ার করুন